- সালাহউদ্দীন আহমেদ

সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকল কুসংস্কার, পাশবিকতা, বর্বরতাকে পরিহার করে মানবিকতাকে বিকশিত করাই শিক্ষার মূল উদ্দেশ্য।ঐতিহ্যবাহী ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সকল অসাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে দিয়ে শিক্ষার মূল লক্ষ্যকে লালন করে যাচ্ছে। শ্রেণিকক্ষে সুষ্ঠু পাঠদানের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে বিদ্যালয়টির রয়েছে বিশেষ অবদান, যার মাধ্যমে অত্র এলাকার সকল শ্রেণীর মানুষের দৃষ্টি আকর্ষণ, সুনাম ও সুখ্যাতি অর্জনে সক্ষম হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারেও এখানে রয়েছে আধুনিকতার ছোঁয়া।সব মিলিয়ে এটি একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিকে সাফল্যের শীর্ষে উন্নিত করতে হলে চাই অভিভাবকদের আরো সচেতনতা, শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগ ও সকল প্রকার আসক্তি পরিহার। শিক্ষকদের পেশাকে চাকরি নয় , শিক্ষকতা হিসেবে গ্রহণ করতে হবে। এ ব্যাপারে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিকতা, পরামর্শ ও শুভদৃষ্টি কামনা করছি। সাথে সাথে জাতির আকাঙ্ক্ষা পূরণে উদ্দেশ্যহীন শিক্ষা কারিকুলাম পরিহার করে জাতি গঠনের লক্ষ্যে একটি আদর্শ ও কার্যকরী শিক্ষা কমিশন গঠনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
( সালাহউদ্দীন আহমেদ)
সভাপতি
ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়